গাইবান্ধায় মোশন ভাস্কর চলচ্চিত্র উৎসব
নির্মাতা সংস্থা মোশন ভাস্কর নির্মিত চলচ্চিত্রগুলো নিয়ে গাইবান্ধায় আয়োজিত হচ্ছে একটি চলচ্চিত্র উৎসবের। গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে আগামী ৩রা জুন সন্ধ্যা ৬ টায় ও ৭:৩০ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হবে এ উন্মুক্ত প্রদর্শনী।
উৎসবটিতে প্রদর্শিত হবে মোশন ভাস্কর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঘুরপথে, স্যানাটেরিয়াম, চয়েক্স, জলিলের বিশ্বাস, অবিশ্বাস, সেলফি, পে ইওর যাকাত নাউ, স্ট্রং ওমেন, মোমেন্টস, পৌনঃপুনিক ও প্রামাণ্যচিত্র নিয়ার টু সোল। এরমধ্যে আইনুল পুতুল, ফজলুল হক ও কিংবদন্তী অভিনেত্রী রানী সরকার অভিনীত এবং খন্দকার সুমন পরিচালিত “পৌনঃপুনিক” চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে এ উৎসবে।
উৎসবটির আয়োজক গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারন সম্পাদক শাহ আলম বাবলু জানান, “সুস্থধারার সংস্কৃতিচর্চায় আমাদের সংগঠনটির বরাবরই সম্পৃক্ততা ছিলো। এরই ধারাবাহিকতায় আমরা আয়োজন করছি এ চলচ্চিত্র উৎসবের। আশা করছি বরাবরের মত গাইবান্ধার সংস্কৃতিপ্রিয় দর্শকদের থেকে এবারো আমরা ভালো সাড়া পাবো।”
*রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন*