Leave a reply
দীপিকা পাডুকোন এবার শিকারি
“xXx দি রিটার্ন অফ দি জেন্ডার কেজ”-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা পাডুকোন। এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি হচ্ছে তাঁর। আর তাই নিজের সেরা পারফরম্যান্স দিতে একেবারে তৈরি দীপিকা।
ছবিটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। আর সেসব শটের জন্যই রীতিমতো নিয়ম করে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
ছবিটিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা। ছবিতে তাঁর চরিত্রটি এক শিকারির। জানা গেছে, ছবির ক্লাইম্যাক্সে বন্দুক হাতে লড়তে দেখা যাবে তাঁকে।
আর এই দৃশ্যের জন্যই মাইক নামে এক সেনা আধিকারিকের কাছে বন্দুক চালনা শিখছেন দীপিকা। চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। তবে, হলিউডে কেমন মস্তানি দেখান দীপিকা, তার জন্য অপেক্ষা করতে হবে ২০১৭ পর্যন্ত।
*রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন*